গ্রামের জনগণকে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকারের উদ্যোগে প্রায় প্রতি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। অত্র উপজেলায় মোট ৪৪টি কমিউনিটি ক্লিনিকের কার্য্যক্রম চলছে। কমিউনিটি ক্লিনিকগুলো হইতে প্রত্যহ সকাল ৯:০০ থেকে বিকাল ৩:০০টা পর্যমত্ম বর্হি বিভাগে রোগী দেখা হয়। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে বহি:বিভাগ ও জরম্নরী বিভাগ চালুর মাধ্যমে নিয়মিত গড়ে ৬০-৭০ জন রোগীকে সেবা দেওয়া হয়। অমত্মঃবিভাগ চালু প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলার জনসংখ্যা ৪,২৬,৮৪৫ জন। ইউনিয়ন সংখ্যা ১৪ টি। বাগমারা উপস্বাস্থ্য কেন্দ্র ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মাধ্যমে বর্হি বিভাগে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। নিরাপদ প্রসবের জন্য সিএসবিএ প্রশিÿণের মাধ্যমে দÿ মহিলা কর্মী তৈরী করা হচ্ছে।
১৪টি ইউনিয়নে ৩৩৭টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। এ অঞ্চলের ডায়রিয়া ও পানি বাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে স্বাস্থ্য সহকারী দ্বারা গ্রামীন জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে থাকে। তাছাড়া শিশুদের মারাত্বক ৯ টি রোগ প্রতিরোধের জন্য ইপিআই কার্যক্রম প্রতি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে পরিচালনা করা হয়। ৫ই এপ্রিল ২০১৪ইং ভিটামিন এ+ ক্যাম্পেইন এর মাধ্যমে ৫-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।MR ক্যাম্পেইন এর মাধ্যমে ২০১৩-১৪ সালে ৯ মাস থেকে ১৫ শিশুকে হাম রম্নরেলা টীকা দেওয়া হয়।NID তেপোলিও খাওয়ানো হয় । জাতীয় কৃমি সপ্তাহে ৫-১২ বছর বয়সী শিশুকে কৃমির ঔষধ খাওয়ানো হয়।
ডটস কার্যক্রমের মাধ্যমে যক্ষা রোগীদের বিনা মূল্যে সেবা দেয়া হয়।
| ||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS